Addon Domain

যেভাবে একটি নতুন ডোমেইন আপনার হোস্টিং এ যুক্ত করবেন-

Btmaxhost-এর মাধ্যমে সহজেই আপনার cPanel-এ নতুন ডোমেইন অ্যাড করতে পারবেন। নিচে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি বর্ণনা করা হলো।

ধাপ ১: cPanel-এ লগইন করুন

প্রথমে আপনার cPanel-এর ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। Btmaxhost থেকে আপনার লগইন তথ্য ইমেইলে পেয়ে থাকবেন।

ধাপ ২: Domains অপশনে যান

আপনার হোস্টিং কন্ট্রোল প্যানেল থেকে Domains ট্যাব খুঁজুন, Domains অপশন থেকে   Create New Domain অপশনে যান।

 

ধাপ ৩: নতুন ডোমেইন যুক্ত করুন

নিচের ফিল্ডগুলো পূরণ করুন:

  • New Domain Name: নতুন ডোমেইনের নাম লিখুন।
  • Subdomain: এটি স্বয়ংক্রিয়ভাবে পূরণ হবে।
  • Document Root: এই অপশনটি ডিসেবল বা আনচেক করে দিবেন। নয়তো হোস্টিং এর মেইন ডোমেইন এর ফোল্ডারে এটি ক্রিয়েট হয়ে যাবে।
 
সবশেষে সাবমিট (Submitবাটন চাপুন।
 

নতুন ডোমেইন যোগ করার সুবিধা

  • একাধিক ওয়েবসাইট একসাথে হোস্ট করা।
  • ভিন্ন ভিন্ন প্রজেক্টের জন্য আলাদা ডোমেইন ব্যবহার।
  • SEO এবং ব্র্যান্ডিং উন্নত করার জন্য ভিন্ন ডোমেইন তৈরি।
 
আপনার Btmaxhost অ্যাকাউন্টে নতুন ডোমেইন যোগ করতে কোনো সমস্যায় পড়লে আমাদের (WhatsApp – 01922922396) নম্বরে যোগাযোগ করুন।
 
 
——————-
Share this Post