business email

একটি সিপ্যানেল এর অধীনে ডোমেইন ব্যবহার করে Webmail তৈরি করা যায়। আপনার হোস্টিং আপনি অনেকগুলো ইমেইল তৈরি করতে পারবেন, যতগুলো আপনার হোস্টিং প্যাকেজের সাথে এনাবল করে দেওয়া থাকে। নিচে দেখানো হল কিভাবে একটি ওয়েবমেইল তৈরি করবেন বা Webmail Create করবেন।

Step 1: সিপ্যানেল লগিন করুন Step 2: এবার Email ট্যাব থেকে Email Accounts ক্লিক করুন। নিচের ছবিটি দেখুন-

Step 3: এখানে আপনার টোটাল ইমেইল লিস্ট দেখতে পাবেন। নতুন একটি ইমেই তৈরি করার জন্য Create বাটন ক্লিক করুন।

Step 4: username এর স্থানে আপনার কাঙ্খিত নাম দিন, যে নাম দিয়ে ইমেইল তৈরি করতে চাচ্ছেন। নিচের পাসওয়ার্ড এর ঘরে একটি শক্ত পাসওয়ার্ড লিখুন। কঠিন পাসওয়ার্ড এর জন্য Generate বাটন ক্লিক করুন। এরপর Crate ক্লিক করুন।

ইতিমধ্যেই আপনি একটি ইমেইল তৈরি করেছেন। Email এর Inbox এ যেতে লিস্ট থেকে Check Email ক্লিক করুন।


High Configured Reseller Hosting অর্ডার করতে নিচের লিংক ক্লিক করুন- https://btmaxhost.com/nvme-reseller

 

Super Fast NVMe SSD Hosting https://btmaxhost.com/business-hosting/nvme-fast-web-hosting/

Share this Post