html website

HTML & CSS দিয়ে তৈরি করা ওয়েবসাইট লাইভ করতে চাইলে তা খুব সহজেই একটি হোস্টিং ব্যবহার করে লাইভ করা যায়। তা নিচে সংক্ষিপ্ত আলোচনায় বুঝানো হল-

Step 1: cpanel লগিন করুন-

Step 2: Files ট্যাব থেকে File Manager ক্লিক করুন-

Step 3: এখন সিপ্যানেলে থাকা সকল ফাইল/ফোল্ডার দেখতে পাচ্ছেন। সেখানে public_html ফোল্ডারটিতে আপনার ওয়েবসাইটের ডেটা রাখা হয়, এখানে সকল ফাইল আপনার ওয়েবসাইটে দেখা যাবে। অর্থাৎ- আপনার ওয়েবসাইটটি রাখার জন্য public_html ফোল্ডার শনাক্ত করতে হবে। ডাবল ক্লিক করে ফোল্ডার ওপেন করুন-

Step 4: public_html ফােল্ডারটি সম্পূর্ণ খালি অবস্থায় থাকবে। উপরে Upload বাটন ক্লিক করে আপনার কাঙ্খিত html & css ফাইলগুলোর একটি ZIP Folder তৈরি করে সেখানে আপলোড করুন।

Step 5: ফাইল আপলোড হয়ে গেলে ফাইলটি চিহ্নিত করে Extract করে নিন। নিচের ছবিটি লক্ষ্য করুন-

Step 6: এই পর্যায়ে আপনি আপনার ZIP থেকে Extract করা একটি ফোল্ডার পাবেন, সেটি ওপেন করুন। ওপেন করার পর আপনার html, css দ্বারা তৈরি ফাইলগুলো দেখতে পাবেন, সেগুলো সিলেক্ট করে public_html মেইন ফোল্ডারে মুভ করুন। নিচের ছবিটি দেখে বুঝতে পারবেন-

আপনার ওয়েবসাইট এখন রেডি, ডোমেইন ব্রাউজ করলেই ওয়েবসাইটি শো করবে। পরবর্তীতে আপনি চাইলে সেটি অন্য কোন ডোমেইন এ একইভাবে স্থানান্তর করতে পারবেন।

এটি খুব সহজ একটি প্রক্রিয়া। লেখা পড়ে যতটা কঠিন মনে হয়েছে, আপনার কাজ করতে সত্যিই অনেক সহজ হবে।

 


যেকোন ধরনের ওয়েবাসাইট ডিজাইন বা ওয়েবসাইট হোস্টিং এর জন্য btmaxhost.com খুবই ভালমানের Hosting সেবাদানকারী প্রতিষ্ঠান। BDIX, USA, SG, EU Location Server available.

Share this Post