Uninstall WordPress
আপনার হোস্টিং-এ থাকা WordPress ওয়েবসাইটটি রিমুভ করতে বা Uninstall করার জন্য সহজ কিছু স্টেপ অনুস্বরণ করতে হবে। Step 1: সিপ্যানেল লগিন করুন Step 2: স্ক্রল করে Software ট্যাব থেকে Softaculous Apps Installer ক্লিক করুন। নিচের ছবিতে দেখুন-
Step 3: এবার WordPress ক্লিক করুন।
Step 4: এরপর আপনি আপনার হোস্টিং এ থাকা WordPress ইন্সটল করা ওয়েবসাইট লিস্ট দেখতে পাবেন। সেখান থেকে আপনি যেই ওয়েবসাইটটি রিমুভ করতে চাচ্ছেন, তা সিলেক্ট করতে চেক বক্সে টিক মার্ক দিন (নিচের স্ক্রিনশট দেখে আইডিয়া নিন)। এবার নিচে With Selected অপশন থেকে Remove Completely সিলেক্ট করুন এবং Go বাটন ক্লিক করুন।
এরপর একটি কনফারমেশন নটিফিকেশন আসবে, সেখানে OK চাপুন এবং খানিক সময় অপেক্ষা করুন। আশা করি আপনার কাজটি সম্পন্ন হয়েছে।
Share this Post