domain registration

একটি ওয়েবসাইটের খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি ডোমেইন। একটি ডোমেনের উপর ডিপেন্ড করে আপনার ওয়েবসাইট  মূলত কি কাজের উপর নির্ভরশীল অথবা আপনি কি সার্ভিস দেন সেটাও নির্ভর করে ডোমেনের উপর। তাই ডোমেন নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ কাজ। চলুন আজকে জেনে নেয়া যাক কিভাবে একটি ডোমেইন অর্ডার করবেন (Domain Registration, Domain Purchase)।

 

কিভাবে ডোমেইন কিনবেন?

প্রথমে চলে যাবেন ওয়েবসাইটে, btmaxhost.com
উপরে থাকা মেনু আইটেম থেকে ডোমেইন রেজিস্ট্রেশন ক্লিক করুন। এরপর আপনি একটি খালি জায়গা দেখতে পারবেন, যেখানে আপনি ডোমেইন নামটি লিখে চেক করতে পারবেন  নামটি এভেলেবেল আছে কি নেই।

 

যদি ডোমের নামটি available থাকে তাহলে নিচের ছবিটির মতো থাকবে, আপনি Add to Cart ক্লিক করবেন।

এরপর নিচে কন্টিনিউ বাটন পাবেন,  সেখানে ক্লিক করুন। 

DNS Management এবং ID Protection এনাবল করে দিন।  নিচে থাকা নেম সার্ভারের ঘরে আপনার হোস্টিং এর নেম সার্ভারগুলো লিখুন,  নিচের ছবিটা লক্ষ্য করুন

এরপর আবার কন্টিনিউ বাটন ক্লিক করুন।

এবার দেখতে পাবেন রিভিউ এন্ড চেকঅউট পেজ।

এখানে আপনার ডোমেইন দাম, নাম চেক করবেন এবং আপনার জন্য একটি ফরম থাকবে, রেজিস্ট্রেশন ফর্ম,  সেটি পূরণ করুন এবং চেক আউট বাটন ক্লিক করুন। যদি কোন ভুল না থাকে আপনার ডোমেইনটি অর্ডার হয়ে যাবে।

পরবর্তীতে পেমেন্ট মেথড আসবে, আপনি পেমেন্ট করে দেবেন।  পেমেন্ট করার পর অটোমেটিক্যালি আপনার ডোমেইনটি একটিভ হয়ে যাবে। হয়তোবা কখনো এক থেকে দুই মিনিট অথবা পাঁচ থেকে দশ মিনিট সময় লাগতে পারে। যদি খুব বেশি সময় লাগে, তবে আপনি তাদের সাপোর্টে কথা বলুন। এটি খুবই সহজ প্রক্রিয়া, বুঝতে না পারলে সাপোর্ট টিমকে জানাবেন। সাপোর্ট টিম থেকে আপনাকে সর্বোচ্চ সাহায্য করা হবে।

Share this Post